• হারানো দ্রব্য পুনরুদ্ধার এবং মাদক মামলায় শিয়ালদহ বিভাগের সফলতা
    দৈনিক স্টেটসম্যান | ২৪ জুন ২০২৫
  • এম কে সিং-এর নেতৃত্বে এবং শিয়ালদহ বিভাগের ডিআরএম রাজীব সাক্সেনা-এর নির্দেশনায়, রেলওয়ে প্রোটেকশন ফোর্স গত সপ্তাহে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁদের প্রচেষ্টায় মানুষের বহু হারানো সম্পত্তি সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি, মাদকদ্রব্য মামলায় একজন ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

    ‘অপারেশন আমানত’-এর মাধ্যমে আরপিএফ কর্মীরা বেশ কিছু হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধার করে যাত্রীদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এর মধ্যে ছিল ৬৫,০০০ টাকা মূল্যের একটি ল্যাপটপ, প্রয়োজনীয় অনেক কাগজপত্র, ১৩,০০০ টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এছাড়াও, একটি এইচপি ল্যাপটপ ব্যাগ পাওয়া গিয়েছে যাতে একটি ল্যাপটপ, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক এটিএম কার্ড এবং মোট ১,০০,০০০ টাকা নগদ ছিল।

    সম্প্রতি একটি বড় অভিযানে, আরপিএফ এবং সিআইবি (শিয়ালদহ), নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর সাথে সমন্বয় করে, আব্বাস আজমেরি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ৬.৩৩৮ কেজি সন্দেহজনক হেরোইন ও মরফিন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩.৩৫ কোটি টাকা। এই সকল পদক্ষেপ যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে শিয়ালদহ বিভাগের প্রতিশ্রুতিকে নিশ্চিত করে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)