মোবাইল চোর সন্দেহে কলকাতায় গণপিটুনিতে মৃত্যু যুবকের! গ্রেপ্তার ৪
প্রতিদিন | ২৪ জুন ২০২৫
নিরুফা খাতুন: মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে তিনি মারা গিয়েছেন। মৃত ওই যুবকের নাম মহম্মদ সিকন্দর। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে, খাস দক্ষিণ কলকাতার কড়েয়া থানা এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে চার যুবককে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, গণপিটুনির ঘটনাটি বুধবারের। কড়েয়ার কুষ্টিয়া রোড এলাকার বাসিন্দা রকি ও সিকন্দর আলম। দুজনেই এলাকার পরিচিত মুখ। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি রকির একটি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছিল। সেই চুরির ঘটনায় সিকন্দরের উপর সন্দেহ দানা বেঁধেছিল রকির। এলাকাতেও সিকন্দর ছিলেন না বলে খবর। বুধবার রাতে সিকন্দরকে এলাকায় দেখা যায়। মোবাইল চুরির বিষয় নিয়ে দু’জনের বচসা চলে বলে অভিযোগ। এরপরই রকি ও তার সঙ্গীরা সিকন্দরের উপর চড়াও হয় বলে অভিযোগ।
বেধড়ক তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে পরে উদ্ধার করে পরিবারের লোকজন। তাঁকে উদ্ধার করে প্রথমে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে ওই যুবককে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে পরিবার। বৃহস্পতিবার সিকন্দরের স্ত্রী কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত রকি-সহ তাঁর সঙ্গীদের গ্রেপ্তার করে। এদিকে বেসরকারি হাসপাতালে থাকাকালীন সিকন্দরের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ওই বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে ফের স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। এদিন সকালে সেখানেই তিনি মারা গিয়েছেন বলে খবর।