পর্যটকদের জন্য সুখবর। এ বার থেকে সপ্তাহে ছ’দিন খোলা থাকবে বিশ্বভারতীর রবীন্দ্রভবন-সহ উত্তরায়ণ কমপ্লেক্স। মঙ্গলবার বিশ্বভারতীর জনসংযোগ বিভাগের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, জুলাইয়ের ২ তারিখ থেকে নয়া নিয়ম চালু হচ্ছে। বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলি পর্যটকদের জন্য খোলা থাকবে।
শান্তিনিকেতনে পর্যটকদের দ্রষ্টব্য স্থানের মধ্যে অন্যতম ঐতিহ্যে ঘেরা বিশ্বভারতীর এই উত্তরায়ণ কমপ্লেক্স। রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি উদয়ন, উদীচী, পুনশ্চ, শ্যামলী, কোনার্ক রয়েছে এখানে। পাশাপাশি রয়েছে সংগ্রহশালাও।
রবীন্দ্রনাথের পাওয়া বিভিন্ন স্মারক, তাঁর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষিত রয়েছে এখানে। রয়েছে তাঁর নোবেলের রেপ্লিকাও। এখানে কাচে ঘেরা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়িও।
সারা বছরই পর্যটকের ভিড় শান্তিনিকেতনে। বর্ষা হোক বা শরৎ-হেমন্ত-বসন্ত— ঋতুরঙ্গে নানা রূপ নেয় শান্তিনিকেতন। এক সময়ে বিশ্বভারতীর সর্বত্রই প্রবেশাধিকার ছিল পর্যটকদের। তবে এখন পর্যটকরা সর্বত্র যেতে পারেন না।
নির্দিষ্ট যে সমস্ত জায়গায় পর্যটকের প্রবেশাধিকার রয়েছে, তার মধ্যে অন্যতম উত্তরায়ণ কমপ্লেক্স। সেখানে পর্যটকদের প্রবেশের সুযোগ আরও একটু বাড়ল। পাঁচ দিনের বদলে এ বার ছ’দিন সেখানে প্রবেশাধিকার পাবেন পর্যটকরা।