• মাথার উপরে গঙ্গা, টানেলে থমকাল মেট্রো, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় যাত্রীদের
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • গঙ্গার নীচে থমকাল মেট্রো। মঙ্গলবার সন্ধ্যায় আতঙ্কের অভিজ্ঞতা শোনালেন যাত্রীরা। সিগন্যালে সমস্যা। তার জেরে গ্রিন লাইন ২ (এসপ্ল্যানেড-হাওড়া ময়দান)-এ দেরিতে চলছে মেট্রো। অভিযোগ, মঙ্গলবার দুপুরের পর থেকেই গোলমাল এই লাইনে। এসপ্ল্যানেড থেকে মহাকরণ স্টেশনের মাঝে সিগন্যালে সমস্যার কারণে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছতে অনেকটাই সময় লাগে মেট্রোর। এরই মধ্যে এক যাত্রীর অভিযোগ, গঙ্গার নীচে তখন মেট্রো, হঠাৎই তা দাঁড়িয়ে পড়ে। ভয় পেয়ে যান কামরায় থাকা যাত্রীরা। যদিও কিছু পরেই মেট্রো চলতে শুরু করে। কোনও মতে দুলতে দুলতে সেই মেট্রো পৌঁছয় হাওড়ায়।

    সন্ধ্যা ৭টা ৪৮-এর মেট্রো ধরবেন বলে এসপ্ল্যানেড স্টেশনে দাঁড়িয়েছিলেন হাওড়ার মেঘনা মণ্ডল । তাঁর কথায়, ‘৭টা ৪৮-এর মেট্রো এসপ্ল্যানেডে আসে ৮টা ১৫ মিনিটে। ভিড়ে ঠাসা প্রতিটা কামরা। কোনও মতে ট্রেনে উঠি। এর পরে মেট্রো যেন আর এগোচ্ছিলই না। খুব ধীরে চলছিল। প্রতি স্টেশনে প্রায় ১৫ মিনিট দাঁড়িয়েছিল। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মাঝে চার পাঁচ বার দাঁড়িয়েছে।’

    কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে ট্রেন গঙ্গার নীচে টানেলে ঢুকতেই। আবারও থমকায় ট্রেন। মেঘনা বলেন, ‘খুব ভয় পেয়ে গিয়েছিলাম, হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। দেখলাম গঙ্গার নীচে মেট্রো দাঁড়িয়ে আছে। বাইরে নীল আলো জ্বলছে। বুঝতেই পারছিলাম না কী হচ্ছে, শুধু বুঝতে পেরেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে। যদিও একটু পরেই ট্রেন ছেড়ে দেয়।’ তবে মাথার উপরে গঙ্গা, টানেলে মেট্রো দাঁড়িয়ে পড়ায় ঘাবড়ে যান বেশির ভাগ যাত্রীই। মেট্রো সূত্রে খবর, সিগন্যালের সমস্যার জন্য একাধিক বার থমকায় মেট্রো।

  • Link to this news (এই সময়)