• ভ্যাপসা গরমের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, কবে ভিজবে কোন জেলা?
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • সপ্তাহখানেক আগে টানা বৃষ্টির পরে কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু ফের ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। আষাঢ় মাসেও ঝেঁপে বৃষ্টির দেখা নেই। কলকাতা আর বাকি জেলায় ফের কবে বৃষ্টির দেখা মিলবে? কী বলছে আবহাওয়া দপ্তর?

    হাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েক দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

    ২৫ জুন, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।

    হাওয়া অফিস সূত্রের খবর, ২৬ জুন, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

    ২৭ জুন, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া বাকি কোনও জেলায় বজ্রবিদ্যুৎ বা বৃষ্টির পূর্বাভাস নেই।

    ২৮ জুন, শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    রথের আগে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম বহাল থাকবে।

  • Link to this news (এই সময়)