• চোখ রাখছেন টেলিভিশনের পর্দায়, ইন্টারনেটে উল্টে পাল্টে দেখছেন যুদ্ধ থামল কিনা, চরম উৎকণ্ঠায় রাজ্য ও দেশের চাল ও চা রপ্তানিকারকরা
    আজকাল | ২৫ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বন্দরে পড়ে রয়েছে কন্টেনার ভর্তি চাল। যা রওনা দেওয়ার কথা ছিল ইরানের তেহরানের উদ্দেশ্যে। কিন্তু যুদ্ধ বদলে দিয়েছে গোটা পরিস্থিতি। প্রতি মুহূর্তে চোখ রাখছেন টেলিভিশন এবং মোবাইলের স্ক্রিনে। ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে দেখছেন যুদ্ধ কী অবস্থায় দাঁড়িয়ে বা আদৌ থামল কিনা। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। এরাজ্যের ব্যবসায়ী-সহ দেশের বাকি অংশ, এই অস্থির পরিস্থিতি গ্রাস করেছে সকলকেই।

    বিষয়ের ব্যাখ্যায় এরাজ্যের অন্যতম প্রখ্যাত চাল রপ্তানিকারক সংস্থা রাইস ভিল্লা ফুডস-এর সিইও সুরজ আগরওয়াল বলেন, 'পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ থেকে ইরাক, ইরান ও সৌদি আরবে বিপুল পরিমাণ লম্বা দানার বাসমতি চাল রপ্তানি হয়। বিশ্বের বেশ কয়েকটি দেশের মতো এই দেশগুলিতে এই চালের চাহিদা খুবই বেশি। প্রতি বছর ভারত থেকে এই তিনটি দেশে যে পরিমাণ চাল রপ্তানি হয় তার পরিমাণ প্রায় ৫ লক্ষ মেট্রিক টন। কিন্তু বর্তমানের পরিস্থিতির জন্য সমস্ত কিছু বন্ধ। চাল পড়ে রয়েছে বন্দরে। তেহরানে যারা আমাদের থেকে মাল কেনেন তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ফলে চালের সঙ্গে আটকে আছে টাকাও।' 

    আর শুধুমাত্র চাল ব্যবসায়ীরাই নয়, সমস্যায় পড়েছেন এদেশের চা রপ্তানিকারকরাও। সুরজের কথায়, 'দেশের চা শিল্পেও বড় ধাক্কা দিয়েছে। কারণ, চালের মতো মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে কিছু কিছু ভারতীয় চায়ের একটা বিরাট চাহিদা আছে। এই যুদ্ধের জন্য সেই ব্যবসাও বড়সড় ধাক্কা খেয়েছে।' তাঁর কথায়, টেলিভিশন বা আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় দেখতে পেলাম যুদ্ধ এবার থামতে চলেছে। এটা যদি না থেমে দীর্ঘদিন ধরে চলে তবে এদেশের বাণিজ্যের পক্ষে সেটা হবে একটা বিরাট ধাক্কা।
  • Link to this news (আজকাল)