টিনের শেড তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট এক বৃদ্ধ, উত্তেজনা হুগলিতে...
আজকাল | ২৫ জুন ২০২৫
মিল্টন সেন, হুগলি: টিনের শেড নির্মাণের সময় বিদ্যুতের তার টিনে স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক বৃদ্ধ। গুরুতর জখম বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যান বিদ্যুৎ দপ্তরে আধিকারিকরা।
টিনের শেড নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় টিনের শেডে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায়।
মঙ্গলবার রবীন্দ্রনগরের একটি নির্মীয়মান বাড়ির ছাদে টিনের শেড বসানোর কাজ চলছিল। সেই সময় তিনজন মিস্ত্রি কাজ করছিলেন। কাজ চলাকালীন একটি টিনের পাত বাইরে বেরিয়ে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। সেই টিনে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হন মিস্ত্রী সুখরঞ্জন দারিয়া। বিদ্যুৎ সংযোগে টিন লেগে তাঁর ডান হাতে গভীর চোট লাগে এবং তিনি ছিটকে পড়ে যান।
ঘটনার পরই সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।