• জেলমুক্তির নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হল এক বছর পর
    আজকাল | ২৫ জুন ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:‌ স্টেট সেনটেন্স রিভিউ বোর্ডের নির্দেশের পরেও মুক্তি দেওয়া হয়নি বন্দিকে। কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার মামলা গ্রহণের পরই হুগলি জেল থেকে মুক্তি পেলেন সমীর দাস।

    গত ২০০৬ সালে কাকিমাকে রাগের বশে খুনের মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন হুগলি পুরশুড়ার বাসিন্দা দিন মজুর সমীর দাস। কুড়ি বছর জেল বন্দি ছিলেন তিনি। সংশোধনাগারে ভাল আচরণের জন্য এক বছর আগে তাকে মুক্তি দিতে বলে স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড। তা সত্ত্বেও তার জেল মুক্তি কার্যকর হয়নি। বিচার বিভাগীয় দপ্তর, নির্দেশ কার্যকরী না করায় হাইকোর্টের দারস্থ হন সমীর দাস। আদালত অবমাননার মামলা গ্রহণ করেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আগামী ২৭ তারিখে সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। তার তিন দিন আগেই মঙ্গলবার সন্ধেয় হুগলি জেল থেকে মুক্তি দেওয়া হয় সমীর দাসকে।

    এদিন সন্ধেয় আইনজীবী সম্পূর্ণা ঘোষ তার মক্কেল সমীর দাসকে জেল থেকে নিয়ে যান। এই প্রসঙ্গে আইনজীবী বলেছেন, এক বছর আগে স্টেট সেনটেন্স রিভিউ বোর্ড মুক্তির নির্দেশ দিলেও ছাড়া হয়নি সমীর দাসকে। সেই কারণে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বিচারক মামলা গ্রহণ করেন গত ১৩ জুন। এদিন তাকে মুক্তি দেওয়া হয়। এরকম বহু কয়েদি আছে যারা মুক্তি পাচ্ছেন না। তাদের জন্য লড়াই চলবে। ছাড়া পাওয়ার পর সমীর দাস জানান, তার নিজের পরিবার নেই। বাড়িতে ভাই আছে। সেখানে তিনি যাবেন। এতদিন পর জেল থেকে ছাড়া পেয়ে তার ভাল লাগছে।

     
  • Link to this news (আজকাল)