মঙ্গলবার রাতে হঠাৎই কালিকাপুর রাজবাড়িতে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। যে রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস এবং গল্পকথা সেই রাজবাড়ি রাতে ঘুরে দেখলেন তিনি।
বোলপুর এসেছিলন অরিজিৎ সিং। সেখান থেকেই তিনি চলে আসেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই রাজবাড়িতে। আসলে আউশগ্রামের মৌখিড়া জমিদারবাড়ি। তবে তা পরিচিত রাজবাড়ি নামেই। একাধিক সিনেমার শুটিং হয়েছে এখানে। মঙ্গলবার রাতে তিনি সেই রাজবাড়ি ঘুরেও দেখেন।
অরিজিতের আসার কথা গোপন রাখা হয়েছিল। তবে, রাত ৯টা নাগাদ, তাঁকে হঠাৎ করে আউশগ্রামের রাস্তায় দেখেই চমকে ওঠেন সকলেই। ওই রাজবাড়ি ঘুরতে এসে এলাকায় জঙ্গলের বিভিন্ন রাস্তাতেও যান তিনি। নিরাপত্তা ছাড়াই তিনি ঘুরে বেড়ান সেখানে। পরে রাজবাড়ির পুরোহিত পিগলু ওরফে গোপাল চক্রবর্তী এবং স্থানীয় কয়েক জনের সঙ্গে ছবিও তোলেন তিনি।
আউশগ্রামে আসার আগে বোলপুরের পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে ছিলেন তিনি। ছবিও তোলেন পড়ুয়াদের সঙ্গে। ওই স্কুলের পড়ুয়াদের আবদারে গিটারে সইও করে দেন। ওই স্কুলে আবার আসবেন বলে কথাও দিয়েছেন তিনি। তার পরেই রাতে চলে আসেন কালিকাপুরে।
আউশগ্রাম এলাকার বাসিন্দা তথা লেখক রাধামাধব মণ্ডল জানান, তিনি একটি নতুন ছবির শুটিংয়ের জন্য রেইকি করতে এসেছেন।