সরকারি চাকরির আশ্বাস দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার এক...
আজকাল | ২৫ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সরকারি চাকরির আশ্বাস দিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি। অভিযুক্তের নাম আতিফ আলম। বাড়ি কলকাতার ক্রিস্টোফার রোডে। অভিযোগ আতিফ এবং তার সহযোগীরা সরফরাজ খান নামে এক ব্যক্তিকে প্রতারণা করেন। বাড়ি পার্ক স্ট্রিট থানা এলাকায়।
সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৫৮ লাখ টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা সামনে আসার পর সরফরাজ দেওয়া অর্থ ফেরত চাইলে আতিফ তাকে সেই টাকা দিতে অস্বীকার করে। এরপরই অভিযোগকারী পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে তদন্ত।