• বৃষ্টির জলে থই থই কর্মতীর্থ, বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: সামান্য বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে পড়ছে ময়নাগুড়ির কর্মতীর্থ ভবনে। এত ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। ব্যবসায়ী সমিতি এই সমস্যাটি আগেও জেলা পরিষদে জানিয়েছিল। কিন্তু তারা সমস্যার সমাধান করেনি। মঙ্গলবার কর্মতীর্থ ভবনের এই পরিস্থিতির কথা জানতে পেরে পরিদর্শনে আসেন জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কমলকান্তি ভট্টাচার্য।  

    ময়নাগুড়ি নতুন বাজারে রয়েছে কর্মতীর্থ ভবন। এই ভবনের নিকাশি ব্যবস্থা এতটাই বেহাল, যে জল নিকাশি হয় না। সে কারণেই বৃষ্টি হলে জলে থই থই করে একটি অংশ। এদিন দেখা গেল, কিছু দোকানে ঢুকে গিয়েছে জল। জলে দাঁড়িয়েই হোটেলে চলছে রান্না। জলের কারণে সেখানে আসতে চাইছেন না ক্রেতারা। মুদি ব্যবসায়ী প্রভাত সাহা বলেন, দোকানের সামনে জল জমে থাকে। কীভাবে আসবেন ক্রেতারা? হোটেল ব্যবসায়ী ঝন্টু দাস বলেন, জলে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে। দোকানের ভিতর জল জমে। সে কারণেই ক্রেতাদের দেখা নেই। কাঠ ব্যবসায়ী খগেন্দ্র সূত্রধর বলেন, দোকানে জল ঢুকেছে। কাঠ নষ্ট হওয়ার ভয় রয়েছে। কাপড় ব্যবসায়ী রাধেশ্যাম দাস বলেন, মঙ্গলবার ও শুক্রবার হাটের দিন দোকান করি। কিন্তু যে জল জমে রয়েছে তাদের পক্ষে দোকান করা অসম্ভব। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলেন, যে সমস্যার কথা শুনেছি, সেটা দেখে গেলাম। অবশ্যই সমাধানের চেষ্টা করা হবে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন বলেন, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেব।

    নতুন বাজারের ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, বৃষ্টিতে এই সমস্যার জন্য ব্যবসায়ীদের নানা কথা শুনতে হচ্ছে। আগেও জেলা পরিষদকে জানিয়েছিলাম। মঙ্গলবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসেছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি দ্রুত সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)