• তালাবন্ধ বাড়ির দিকে নজর দুষ্কৃতীদের, রেকি করেই চুরি রায়গঞ্জে, পুলিসি তদন্তে এবার উঠে এল নতুন তথ্য
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আচমকা যার তার বাড়িতে ঢুকে চুরি নয়, তার আগে রীতিমতো রেকি করা হয়। মূলত বাড়ির সদর দরজা বাইরে থেকে তালাবন্ধ কি না নজরদারি চালানোর পর, পরিকল্পনা করে অভিযানে যাচ্ছে চোরের দল। শুধু তাই নয়, চুপিসারে বাড়িতে ঢোকার পথ ও চুরির পর পালানোর রাস্তাও আগেভাগে দেখা থাকে চোরের। সম্প্রতি রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি চুরির ঘটনায় তদন্তে নেমে পুলিস চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। মে মাসের শেষের দিকে শহরের ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব নেতাজিপল্লি এলাকায় পরপর কয়েকটি বাড়িতে চোরেদের তাণ্ডব চলে। দুটি বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে করতে পারলেও, একটিতে কিছু না পেয়ে তাণ্ডব চালায় চোরের দল। সেই বাড়িতে অন্তত হাফ ডজন তালা ও লোহার গ্রিল ভেঙে দেয়। বাড়িতে ঢুকে ফ্রিজে থাকা ঠাণ্ডা জল, মদ, বিরিয়ানি খায় চোরের দলটি। দিন কয়েক আগে শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সুধা সেনগুপ্ত সরণির বাসিন্দা দীপাঞ্জন সরকার নামে একজনের বাড়ি ফাঁকা ছিল। বাড়ির সদর দরজায় তালা ঝুলিয়ে ওই পরিবার ঘুরতে গিয়েছিল। ফিরে এসে টের পান, বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে চোর। এই ঘটনার পর রায়গঞ্জ থানার তদন্তকারীরা জানতে পেরেছেন, কখনও বাড়িতে চুরির আগে রীতিমতো রেকি হয়। পুলিস জানিয়েছে, ২৫ নম্বর ওয়ার্ডের চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য উঠে এসেছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, এলাকাভিত্তিতে চোর এসব পরিকল্পনা করে। সম্প্রতি ওরা আগেভাগে এলাকা ঘুরে দেখার পর চুরির ছক কষে। তবে, পুলিসের নজরদারি রয়েছে। রাতে সন্দেহজনক কিছু নজরে এলেই আটক করা হয় সন্দেহভাজনদের। এক্ষেত্রে গৃহস্থদেরও একটু সচেতন হওয়া উচিত। 
  • Link to this news (বর্তমান)