• ভিনরাজ্যে যাওয়ার আগে ফাঁকা জমিতে নাবালিকা প্রেমিকাকে ধর্ষণ, সঙ্গী তিন বন্ধু
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: ভিনরাজ্যে যাওয়ার আগে দেখা করার নাম করে ফাঁকা মাঠে প্রেমিকাকে ধর্ষণ। বাড়ি থেকে তুলে রাতের আঁধারে চাষের ফাঁকা জমিতে নিয়ে গিয়ে নবম শ্রেণির ওই নাবালিকাকে ধর্ষণ করেছে এক যুবক। আরও তিনবন্ধু এই নির্যাতনে জড়িত বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। সোমবার রাতে মালদহের রতুয়ার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। নাবালিকার মা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে এক যুবক ও যৌন নিগ্রহের অভিযোগে তিনবন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের বিরুদ্ধে পকসো মামলা রুজু করা হয়েছে বলে পুলিস জানিয়েছে। এব্যাপারে চাঁচলের মহকুমা পুলিস আধিকারিক সোমনাথ সাহা বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা  হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের ওই নাবালিকার সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পেশায় সে পরিযায়ী শ্রমিক। সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে এই সম্পর্ক ছিল। 

    গত শুক্রবার ভিনরাজ্যে যাওয়ার কথা ছিল ওই যুবকের। নাবালিকার সঙ্গে দেখা না হওয়ায় যুবক সেদিন যায়নি। সোমবার রাতে যুবক নাবালিকাকে বলে, সে তার সঙ্গে দেখা করতে চায়। সেজন্য বাইক নিয়ে বাড়ির সামনে এসে নাবালিকাকে তুলে নির্জন এলাকায় নিয়ে যায়। 

    তার সঙ্গে আলাদা একটি বাইকে যুবকের তিন বন্ধুও যায়। এরপর রাস্তায় বাইক রেখে নাবালিকাকে তারা ফাঁকা চাষের জমিতে নিয়ে যায়। সেখানে প্রথমে চেষ্টা করে শারীরিক সম্পর্ক স্থাপনের। নাবালিকা বাধা দিলেও প্রেমিক তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় যুবকের তিন বন্ধু নাবালিকাকে যৌন নিগ্রহ করেছিল বলে অভিযোগ। নাবালিকা চিৎকার করলে বাসিন্দারা ছুটে গিয়ে যুবকদের ধরে ফেলেন। নাবালিকার মা বলেন, মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে এসব করেছে। বিয়ে করাটা ওই যুবকের উদ্দেশ্য ছিল না। ওদের কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ডাক্তারি পরীক্ষা করানোর পর নাবালিকাকে মঙ্গলবার রাতে হোমে পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)