• সরকারি কৃষক বাজার নেই, জাতীয় সড়কে বিপজ্জনকভাবে কেনাবেচা চলছে কানকিতে
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: চাকুলিয়ার কানকিতে ৩১ নম্বর জাতীয় সড়কের  উপর বসছে সব্জি মান্ডি। এই সড়ক দিয়ে দ্রুতগতিতে ছোটে ছোট, বড় গাড়ি। ফলে যে কোনও সময় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। ঝুঁকি নিয়ে সব্জি বিক্রি করছেন বিক্রেতারা। সেজন্য সড়কে দাঁড়িয়ে সব্জি কিনতে হচ্ছে ক্রেতাদের। যা নিয়ে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, এলাকায় সরকারি কৃষক বাজার কিংবা মান্ডি নেই। সেজন্য বাধ্য হয়ে জাতীয় সড়কে বাজার বসছে। যা বিপজ্জনক। তা সত্ত্বেও প্রশাসন উদাসীন। বাসিন্দারা বলছেন,কানকিতে ৩১ নম্বর জাতীয় সড়কের বাসস্টপ থেকে শুরু করে প্রায় ৫০০ মিটার জুড়ে সব্জির কেনাবেচা চলে। সাতসকালে চাষিরা তাঁদের উৎপাদিত সব্জি বিক্রির জন্য সেখানে পসরা সাজিয়ে বসেন। 

    শুরুতে সড়কের ধারে বসলেও ভিড় বাড়তে বাড়তে জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার পরিস্থিতি হয়। ভ্যানচালক, টোটোচালক, বিভিন্ন গাড়ির চালক, সব্জি কেনার পাইকার, বিক্রেতাদের ভিড়ে তীব্র যানজট তৈরি হয়। এত ভিড়ে কোনও যানবাহন সামান্য নিয়ন্ত্রণ হারালেই বড় দুর্ঘটনা ঘটবে। দীর্ঘদিন এমনই পরিস্থিতি হয়ে রয়েছে। বাসিন্দারা দাবি তুলেছেন, সরকারি মান্ডি তৈরির।  চাষি মানব মণ্ডল এবং মহম্মদ সাদ্দাম বলেন, খোলা আকাশের নীচে সব্জি বিক্রি করতে হয়। 

    রোদে সমস্যা হয়, বৃষ্টির সময় ভিজতে হচ্ছে। সরকারি উদ্যোগে কৃষক বাজার হলে সব্জি বিক্রির জন্য শেড, পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা হবে। এতে চাষিরা উপকৃত হবেন। এই বিষয়ে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত। বিডিও সুজয় ধর বলেন, সব্জি বাজারটি জাতীয় সড়কের পাশ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, সরকারি কৃষক বাজার কিংবা মান্ডি এখানে নেই। 
  • Link to this news (বর্তমান)