ধীরাজের বাড়ি ও শিলিগুড়ির অফিসে এবার হানা পুলিসের, জিএসটি বিল সংক্রান্ত নথি বাজেয়াপ্ত
বর্তমান | ২৫ জুন ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: আন্তর্জাতিক সুপারিপাচার কাণ্ডে গ্রেপ্তার বড় ব্যবসায়ী ধীরাজ ঘোষের বাড়ি ও অফিসে এবার অভিযান চালাল দার্জিলিং জেলা পুলিস। মঙ্গলবার বাগডোগরা রূপসিংজোতের বাড়িতে যায় একটি দল। আর একটি শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে ধীরাজের অফিসে হানা দেয়। তাতে জিএসটি বিল সংক্রান্ত আনুষঙ্গিক নথি সংগ্রহ করা হয়েছে।
ইতিমধ্যে ভুয়ো জিএসটি বিল দেখিয়ে আন্তর্জাতিক সুপারিপাচার কাণ্ডের কিংপিন বাগডোগরার ব্যবসায়ী ধীরাজকে গ্রেপ্তার করেছে পুলিস। রবিবার তাকে ছ’দিনের পুলিস হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। চলছে টানা জেরা। সোমবার জেলা উচ্চপদস্থ আধিকারিকরা দফায় দফায় জেরা করেন ধৃতকে। সেই তথ্যের ভিত্তিতে এদিন ধৃতের বাড়ি ও অফিসে হানা দিয়েছে পুলিস। তবে পুরও বিষয় নিয়ে এখনই কিছু বলছে না জেলা পুলিস। এই ব্যাপারে পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, এদিন ধৃতের বাড়ি ও অফিসে পুলিসের অভিযান চলেছে। তবে এনিয়ে এখনই কিছু বলব না। তদন্তের পর বিষয়টি বলতে পারব।
এদিন কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিস সুপার অভিষেক রায়ের নেতৃত্বে এই অভিযান চলে। তাতে নকশালবাড়ি এসডিপিও আশিস কুমার, নকশালবাড়ি সিআই সৈকত ভদ্র সহ জেলা পুলিসের বিভিন্ন থানার আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রথমে সকালে ধীরাজের শিলিগুড়ির অফিসে হানা দেয় তদন্তকারী দল। পরে তার বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালায় পুলিস। সেখান থেকে জিএসটি বিল সংক্রান্ত বেশকিছু নথি সংগ্রহ করেছে পুলিস। তা যাচাই করে ভুয়ো জিএসিটি বিলের শিকড়ে পৌঁছতে চায় পুলিস।