• মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল জল
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সোমবার রাত থেকে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে সেচদপ্তর। ওই রাতেই মরশুমের প্রথম জল ছাড়া হল। এই দফায় ছ’হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে বলে সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে। নদীর জল উত্তোলন করে তীরবর্তী এলাকার চাষিরা আমনের বীজতলা তৈরি করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এদিন কংসাবতী নদীতে ওই জল ছাড়া হয়েছে। দপ্তরের এক আধিকারিক বলেন, নিম্নচাপের ভারী বৃষ্টির কারণে মুকুটমণিপুর ড্যামে জলস্তর বৃদ্ধি পেয়েছিল। ফের নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। ফলে নতুন করে বৃষ্টি হলে জলস্তর আরও বৃদ্ধি পেত। তখন একলপ্তে বেশি জল ছাড়া হলে কংসাবতী নদীর নিম্ন অববাহিকা এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতো। তা আটকাতেই আমরা আপাতত জলাধার কিছুটা খালি করছি। সেই কারণে ছ’হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আপাতত ড্যা঩মে জলস্তরের উচ্চতা ৪২৬ ফুট রয়েছে। ফের বৃষ্টি হলে আমরা জল ধরে রাখতে পারব। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)