নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি চাকরির টোপ দিয়ে এবং তার ভুয়ো নিয়োগপত্র প্রদান করে ৫৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এনিয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম আতিফ আলম। ক্রিস্টোফার রোড থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। লালবাজার জানিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকার বাসিন্দা সরফরাজ খানকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান অভিযুক্ত। সেই ফাঁদে পা দিতেই অগ্রিম ৫৮ লক্ষ টাকা চাওয়া হয়। টাকা দিলেও চাকরি না মেলায় পুলিসের দ্বারস্থ হন সরফরাজ। মামলা রুজু করে তদন্তে নামে পুলিস। পাকড়াও করা হয় অভিযুক্তকে।