নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘জিরো’ এফআইআর নিয়ে একটি আদর্শবিধি বা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ চালু করল লালবাজার। মঙ্গলবার কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন। নয় পাতার ওই লিখিত নির্দেশিকাতে একদম হাতে-কলমে দেখানো হয়েছে, জিরো এফআইআর দায়ের করা এবং স্থানান্তরিত করার ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে। এই আদর্শবিধির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধর্ষণ, গুরুতর আঘাতের মতো অপরাধ কলকাতা পুলিসের বিচার বিভাগীয় এলাকায় না ঘটলেও, নির্যাতিতা কলকাতার কোনও থানাতে জিরো এফআইআর দায়ের করতে পারেন। সেক্ষেত্রে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা, নমুনা সংগ্রহের পাশাপাশি তথ্য-প্রমাণ যাতে নষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট থানাকে।