• বাঘাযতীনে লরির চাকায় পিষে মৃত্যু
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতে শহরে বেপরোয়া লরির চাকায় পিষ্ট বাইক চালক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনে। ধাক্কা মারার পর রীতিমতো টানতে টানতে বাইক চালককে কিছুদূর নিয়ে যায় লরি। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, এদিন রাত পৌনে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঘাযতীন মোড়ের কাছে। ঘটনাস্থলে যায় যাদবপুর ট্রাফিক গার্ডের পুলিস। লরির চাকায় কার্যত পিষে যাওয়ায় দেহ টুকরো টুকর হয়ে গিয়েছে বলে চেনা যাচ্ছে না। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে মৃত বাইক চালকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দেহাংশ বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লরির চালক ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তার সন্ধান করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)