নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমান ছাড়ার কথা ছিল রাত সাড়ে তিনটে। ছেড়েছে পরের দিন দুপুর আড়াইটা। দীর্ঘ ১২ ঘন্টা যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে কলকাতা বিমানবন্দরে। এই সুদীর্ঘ সময় অপেক্ষা করতে করতে বিক্ষোভের বাধ ভাঙে যাত্রীদের। আবার কেউ কেউ তুমুল হই-হট্টগোল করে বিমানবন্দর ছেড়ে চলেও যান। কাতার এয়ারওয়েজের কলকাতা - দোহা বিমানের ঘটনা।
‘কিউ আর ৫৪১’ কলকাতা থেকে দোহাগামী বিমান। সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ বিমানটি ছাড়ার নির্দিষ্ট সময় ছিল। কিন্তু বিমানটি যে ছাড়তে দেরি হচ্ছে বা দেরি হবে এই জাতীয় কোনও তথ্য যাত্রীদের দেওয়া হয়নি বলে অভিযোগ। আন্তর্জাতিক বিমান হাওয়ায় যাত্রীরা নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা আগে বিমানবন্দরে চলে আসেন। কিন্তু তাঁরা জানতেও পারেননি কতক্ষণ দেরি হবে বিমানটি ছাড়তে। ফলে দীর্ঘ সময় তাঁদের বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। শেষমেস মঙ্গলবার সকালে জানানো হয়, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির
কারণে আকাশপথে বিমান যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। তার ফলে বিমানটি দোহা থেকে কলকাতায় আসতে অনেক দেরি করে। যেহেতু বিমানটি আসতে দেরি করেছে, ফলে দুপুর গড়িয়ে যাওয়ার পর বিকেলে বিমানটি কলকাতা থেকে ছেড়ে যায় দোহার উদ্দেশ্যে। যাঁদের বোর্ডিং পাস দেওয়া হয়েছিল, তাঁদের তা বাতিল করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে রাখার ব্যবস্থা করে বিমান সংস্থা।