• কড়েয়ায় চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু যুবকের
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছিলেন মহম্মদ সিকান্দার নামের এক যুবক। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এরপরই পুলিস খুনের ধারা যুক্ত করার জন্য আলিপুর আদালতে আবেদন করেছে। জানা গিয়েছে, সিকান্দার মোবাইল চুরি করেছেন এই সন্দেহে স্থানীয় কয়েকজন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এক সপ্তাহ আগে। প্রথম দু’দিন বেধড়ক মারধরের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সিকান্দারকে মোবাইল চুরির অপবাদে মারধর করা হয়েছে, এই অভিযোগ নিয়ে তাঁর পরিবার কড়েয়া থানায় গেলে পুলিস তাঁদের ফিরিয়ে দেয়। তাঁর বোন জানিয়েছেন, থানার তরফে বলা হয়, সিকান্দার একজন মাদকাসক্ত। কোনও মাদকাসক্তের অভিযোগ নেওয়া হয় না। এরপর ফের তাঁকে ১৭ তারিখ তুলে নিয়ে গিয়ে আটকে রেখে ব্যাপক মারধর করা হয় বলে পরিবারের দাবি। তখনও পুলিসের দ্বারস্থ হলে কড়েয়া থানা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ওইদিনই গভীর রাতে তাঁর বাড়ির লোকজন একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেন জখম সিকান্দারকে। অভিযোগ, তাঁর শরীরে ড্রিল মেশিন চালিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। আহত সিকান্দারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কড়েয়া থানা পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে মৃত্যু হয় সিকান্দারের। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগের ধারা পরিবর্তন করে খুনের ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিস।
  • Link to this news (বর্তমান)