খেলতে গিয়ে বেপাত্তা আট বছরের নাবালক, পাঁচদিন ধরে নিখোঁজ
বর্তমান | ২৫ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ফুটবল খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়েছিল। পাঁচদিন হয়ে গেল। ছেলে এখনও বাড়ি ফেরেনি। কেউ কি অপহরণ করে নিয়ে গিয়েছে, তাও বুঝতে পারছি না। পুলিসও এখনও কিছু বলতে পারেনি।’
ভয়, উৎকণ্ঠা, দুশ্চিন্তা— সবটাই স্পষ্ট মায়ের মুখে। তাঁর আট বছর বয়সি একমাত্র ছেলে নিখোঁজ। কেটে গিয়েছে ১২০ ঘণ্টা। কিন্তু, ঘরে ফেরেনি ছেলে। ইএম বাইপাস লাগোয়া উত্তর পঞ্চান্নগ্রাম এলাকার এই ঘটনায় তিলজলা থানায় নিখোঁজ ডায়েরি করেছে নিখোঁজ শিশুর বাবা। তদন্তে নেমেছে তিলজলা থানা ও লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড। এই খবর লেখা পর্যন্ত খোঁজ মেলেনি দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের।
কলকাতা পুলিস সূত্রে খবর, পঞ্চান্নগ্রাম এলাকার ১৮ পল্লিতে থাকে শেখ আয়ান। বাবার নাম শেখ চিনু। গত শুক্রবার বিকেলে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে। সাধারণত, বাড়ির সামনের একটি মাঠে প্রতিদিন বিকেলে খেলতে যেত ওই শিশু। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যেই বাড়ি ফিরত সে। কিন্তু, সেদিন সময় পেরিয়ে গেলেও বাড়ি না আসায় মাঠে গিয়ে অন্য বন্ধুদের কাছে ছেলের খোঁজ করেন মা। তারা জানায়, অনেকক্ষণ আগেই আয়ান চলে গিয়েছে। তাহলে গেল কোথায়? রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পুলিসের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগের ভিত্তিতে নিখোঁজের ডায়েরি লেখে পুলিস।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আয়ানের উচ্চতা তিন ফুট। গায়ের রং শ্যামলা। পরনে ছিল হাফ প্যান্ট ও টি শার্ট। তার সঙ্গে মোবাইল ফোন ছিল না। তাই তার লোকেশন খুঁজে পাওয়া দুষ্কর। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিস। কিন্তু, এখনও পর্যন্ত ফুটেজ থেকে কোনও আশার আলো দেখতে পাননি তদন্তকারীরা। পুলিস জানিয়েছে, তদন্ত চলছে।