নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাটে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। তাদের কাছ থেকে পাঁচটি ওয়ান শটার বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে আজগর ফকির। কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত সে। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর পাশাপাশি নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে আজগরের বিরুদ্ধে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুন দে বলেন, খোঁজ নিয়ে দেখা গিয়েছে আজগরের বিরুদ্ধে ৪২টি মামলা চলছে। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার মাহিতালাব এলাকা থেকে ধরা হয়েছে ওই দুষ্কৃতীকে। বাকি দুজন তার শাগরেদ।