• ফলতায় দু’টি বাড়িতে চুরির কিনারা, ধৃত ২
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’টি ফাঁকা বাড়িতে চুরির কিনারা করল ফলতা থানার পুলিস। চুরি যাওয়া সব সামগ্রীর পাশাপাশি এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মিরাজ মীর ও হাসান আলি মীর নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, গত ২২ জুন ফলতার বেলসিংহা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই দুটি বাড়িতে চুরি হয়েছিল। বাড়ির লোকজন বাইরে থাকায় সেই সুযোগে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে সোনা, রুপোর গয়না, নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। থানায় অভিযোগ হতেই তদন্তে নেমে পুলিস দুজনকে পাকড়াও করে। 

    মঙ্গলবার পুলিস জানিয়েছে, প্রায় ২৬ গ্রাম গলানো সোনার গয়না, কিছু রূপোর গয়না, ২ লক্ষ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শীঘ্রই সেসব বাড়ির মালিকদের ফিরিয়ে দেওয়া হবে। ডায়মন্ডহারবার পুলিস জেলার পক্ষ থেকে বলা হয়েছে, কেউ অনেকদিনের জন্য বাড়ি ফাঁকা রেখে কোথাও গেলে থানায় অন্তত জানিয়ে যাওয়া উচিত। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় ঢাক ঢোল পিটিয়ে বাড়ি থাকছি না বলে প্রচার করার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পুলিস আধিকারিকরা। কারণ এই দুটি চুরির ঘটনায় এমনটাই হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)