জল জীবন মিশনের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ কেন্দ্রীয় দলের, দাবি প্রশাসনের
বর্তমান | ২৫ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জল জীবন মিশনের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। এমনই দাবি জেলা প্রশাসনের। দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রের দুই সদস্য চারদিন থেকে গোটা প্রকল্পের কাজকর্ম সরজমিনে খতিয়ে দেখেন। পাইপলাইন বসানো থেকে জল পরীক্ষা করা, সব কিছু তাঁরা নিজেরাই যাচাই করে দেখেছেন। কোথাও কোনও ফাঁক পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। তাই তাঁরা জেলা প্রশাসনের কাজের প্রশংসাই করেছেন বলে আধিকারিকরা জানান। জানা গিয়েছে, ওই প্রতিনিধি দল ফলতা মথুরাপুর জল প্রকল্প যেমন পরিদর্শন করেছে, তেমনই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কেমন কাজ হয়েছে, সেটাও মাঠে নেমে খোঁজখবর করেছে। কেন্দ্রের প্রতিনিধিরা কথা বলেছেন সাধারণ মানুষ থেকে পঞ্চায়েত প্রধান, প্রত্যেকের সঙ্গেই। জলের গুণগত মান পরীক্ষা করা নিয়েও নানা প্রশ্ন করেছেন কর্মীদের। সব উত্তরই তাঁদের সন্তুষ্ট করেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় দলের ওই দুই সদস্য ফলতা, কুলপি, ডায়মন্ডহারবার এক নম্বর ব্লকে ঘুরেছেন। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি পঞ্চায়েতের পদাধিকারীদের সঙ্গেও বৈঠক করেছেন তাঁরা।