• উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ৩৯ বছরে পা দিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। সেই উপলক্ষ্যে মঙ্গলবার বারাসতের রবীন্দ্র ভবনে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। ছিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া সহ অনান্যরা। সঙ্গীত পরিবেশন করেন রাঘব চট্টোপাধ্যায়।

    ১ মার্চ ১৯৮৬ সালে পথচলা শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের। বহু বছর জেলা পরিষদের ক্ষমতা ছিল বামেদের দখলে। ২০১৩ সাল থেকে জেলা পরিষদের ক্ষমতায় এসেছে তৃণমূল। এরপর থেকে টানা ১২ বছর জেলা পরিষদ দখলে রেখেছে তারা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জেলার ৪৭ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে। নারায়ণ গোস্বামী বলেন, বাম সরকার মানুষের কাজ করতে পারেনি। কিন্তু আমাদের সরকার ভেদাভেদ না করেই সরকারি পরিষেবা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলাজুড়ে উন্নয়নের যজ্ঞ চলছে। আগামীতে একইভাবে মানুষের জন্য কাজ করবে জেলা পরিষদ। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)