সংবাদদাতা, বসিরহাট: দুটি ঘটনায় বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ১১ জনকে গ্রেপ্তার করা হল। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বেশ কিছুদিন আগে। সীমান্তে পেরিয়ে ফেরার চেষ্টা করতেই গ্রেপ্তার করা হয় একদল বাংলাদেশিকে। সোমবার রাতে স্বরূপনগর ব্লকের ডাকবাংলো মোড় এলাকা থেকে সাতজন বাংলাদেশিকে আটক করা হয়। তাঁরা ভারতে কিছুদিন কাজ করে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় স্বরূপনগর পুলিসের সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় পুলিস জানতে পারে, তাঁরা বাংলাদেশি এবং অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। সকলকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানায় নিয়ে আসা হয়।
অন্যদিকে, স্বরূপনগর ব্লকের তারালি সীমান্তে সন্দেহভাজন চারজন বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র না পাওয়ায় গ্রেপ্তার করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। দুটি ঘটনায় ধৃত ১১ বাংলাদেশিকে পুলিস জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কি কারণে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন এবং এতদিন ভারতের কোথায় ছিলেন।