ল্যাব টেকনিশিয়ানের উদ্যোগে সুস্থ ম্যালেরিয়া আক্রান্ত পরিযায়ী শ্রমিক
বর্তমান | ২৫ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের উদ্যোগে বাড়ি থেকে তুলে এনে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলা হল এক পরিযায়ী শ্রমিককে। তিনি প্রাণঘাতী ফ্যালসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকদের মতে, ম্যালেরিয়ার মধ্যে সবচেয়ে বিপজ্জনক এটি। যথা সময়ে চিকিৎসা না করালে ওই শ্রমিকের মৃত্যুও হতে পারত। বিষয়টি বুঝতে পেরে তৎপরতা দেখিয়েছিলেন ওই টেকনিশিয়ান। বর্তমানে সুস্থ রয়েছেন দীপালি সর্দার নামে ওই রোগী।
অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন গোসাবার সাতজেলিয়ায় বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিক। এরপর তিনি ক্যানিং হাসপাতালে ডাক্তার দেখিয়ে রক্ত পরীক্ষা করার জন্য নমুনা দিয়েছিলেন। সেটা পরীক্ষা করার সময় ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রদ্যুম্ন পাত্র জানতে পারেন যে, ওই রোগীর রক্তে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার জীবাণু রয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে প্রাণহানিও হতে পারে। তখন প্রদ্যুম্নবাবু ওই রোগীকে ফোন করে হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু তিনি শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন যে, তাঁর পক্ষে সাতজেলিয়া থেকে ক্যানিং আসা সম্ভাবনা ছিল না। এরপর ওই টেকনিশিয়ান স্থানীয় হাসপাতাল ও আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সহায়তায় দিপালীদেবীকে ক্যানিং হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। প্রায় সপ্তাহখানেক চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠেন ওই পরিযায়ী শ্রমিক।
দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, প্রদ্যুম্নবাবুর তৎপরতায় প্রাণ বাঁচল ওই মহিলার। এক সাফল্যের নজির গড়লেন তিনি।