• অতিরিক্ত চার জেলায়, স্বাভাবিক বৃষ্টি ১১টিতে, ঘাটতি আট জেলায়
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • এই সময়: কেমন বৃষ্টি পাচ্ছে বাংলা? মঙ্গলবার তারই কিছুটা আভাস পাওয়া গেল মৌসম ভবনের ‘রিপোর্ট কার্ড’ থেকে। এ বছর উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল ২৯ মে। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ তারও ২০ দিন পর, ১৭ জুন।

    এই ২০ দিন দক্ষিণবঙ্গকে মোটের উপর প্রাক–বর্ষার বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে মাসের শেষ সপ্তাহে এসে দেখা যাচ্ছে রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১৫টিতেই বৃষ্টির হার বেশ সন্তোষজনক।

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের রাজ্যগুলো কয়েক দিন ধরে তুমুল বৃষ্টি পেয়েছে। এই তালিকায় এগিয়ে পুরুলিয়া (৩৫৪.৫ মিমি) এবং বাঁকুড়া (৩৯৬.২ মিমি)। পূর্ব বর্ধমান (২০৭ মিমি) এবং ঝাড়গ্রামও (২৩৫.৫ মিমি) রয়েছে ‘অতিরিক্ত’ বৃষ্টি পাওয়া জেলাগুলোর তালিকায়।

    দক্ষিণবঙ্গের ২০ দিন আগে বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার পরেও এ বছর উত্তরবঙ্গের কোনও জেলাই এখনও পর্যন্ত এই তালিকায় ঢুকতে পারেনি—এমনটাই জানাচ্ছে মৌসম ভবন।

    বরং রাজ্যের যে আটটি জেলায় বর্ষার ঘাটতি রয়েছে, সেই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের তিনটি জেলা—জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর। এই তিনটি জেলা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ২৫, ২১ ও ৪৩ শতাংশ কম বৃষ্টি পেয়েছে।

    দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে ঘাটতিতে থাকা জেলার তালিকায় নাম রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ ছাড়া রাজ্যের বাকি ১১টি জেলা ২৪ জুন পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি পেয়েছে—এমনটাই জানাচ্ছেন আবহবিদরা।

  • Link to this news (এই সময়)