• কেষ্টর কু-কথা, বীরভূমের পুলিশ সুপারকে দিল্লিতে তলব জাতীয় মহিলা কমিশনের
    আনন্দবাজার | ২৫ জুন ২০২৫
  • বোলপুরের আইসি-কে ফোনে কু-কথা বলার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত (কেষ্ট) মণ্ডলের বিরুদ্ধে। সে ঘটনায় এর আগে জেলা পুলিশের কাছে দু’বার ‘অ্যাকশন টেকন’ রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। দু’বারের রিপোর্টেও সন্তুষ্ট না হওয়ায় এবার বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে তলব করল জাতীয় মহিলা কমিশন।

    কমিশন সূত্রের দাবি, আগামী ১ জুলাই পুলিশ সুপারকে কু-কথা মামলার কেস ডায়েরি এবং তদন্তের গতিপ্রকৃতির ব্যাপারে প্রস্তুত হয়ে যেতে বলা হয়েছে। কমিশন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ করবে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আমনদীপের প্রতিক্রিয়া মেলেনি। তাঁর ফোন বেজে গিয়েছে। মোবাইল-বার্তারও জবাব মেলেনি।

    তবে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মঙ্গলবার বলেন, ‘‘পুলিশ সুপার আমাদের যে রিপোর্ট পাঠিয়েছেন, সেটা ‘ধরি মাছ না ছুঁই পানি’ গোছের। আমরা ওই রিপোর্টে খুশি নই।’’ অর্চনার সংযোজন, ‘‘আমরা তিন-চারটে বিষয় নিয়ে বলেছিলাম। সেগুলির কোনওটাই মেনে চলা হয়নি।তাই পুলিশ সুপারের মুখ থেকে সব শুনবে কমিশন।’’

    বোলপুর থানার আইসি-কে ফোন করে তাঁকে ও তাঁর পরিবারকে জড়িয়ে হুমকি ও কু-কথা বলার অভিযোগ রয়েছে অনুব্রতের বিরুদ্ধে। অনুব্রতের নামে লিখিত অভিযোগ করেন আইসি লিটন হালদার। কিন্তু এমন একটি ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মহিলা কমিশনের অন্যতম প্রশ্ন, অনুব্রতকে হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না! জেলা পুলিশ আগে জানিয়েছিল, অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন। তাই তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। অর্চনা বলেন, ‘‘পুলিশ নানা যুক্তি দিচ্ছে। কিন্তু আমাদের মনে হচ্ছে না এটা যথাযথ তদন্তের রূপ। তাই এসপি-কে ডেকে পাঠানো হয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)