৩৫,০০০ ফুট উচ্চতায় বিপত্তি! পড়ে গেলেন ক্রু সদস্য, এয়ার ইন্ডিয়ার বিমানে অসুস্থ ১১ জন, খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা
আনন্দবাজার | ২৫ জুন ২০২৫
ফের মাঝ-আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী বিমানে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১১ জন যাত্রী ও বিমানকর্মী। সোমবার মুম্বই ফেরার পথে মাঝ-আকাশে মাটি থেকে প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় ঘটনাটি ঘটেছে। বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এয়ার ইন্ডিয়াও।
বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার এআই ১৩০ বিমানে ঘটনাটি ঘটে। বোয়িং ৭৭৭ বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিথরো থেকে উড়েছিল। কিন্তু মাঝ-আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন যাত্রী। সঙ্গে ছ’জন বিমানকর্মীও অসুস্থতা বোধ করতে শুরু করেন। তাঁদের মধ্যে এক জন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদেরও মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং বমির মতো উপসর্গ দেখা দেয়। ওই অবস্থাতেই কোনও মতে বিমানটি মুম্বই পৌঁছোয়। অবতরণের পরেই সঙ্গে সঙ্গে ছুটে যায় মেডিক্যাল দল। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, যাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন।
তবে এয়ার ইন্ডিয়ার দাবি, ১১ জন নয়, সাত জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানিয়েছে, বিমান উড়তেই মাথা ঘোরা, বমি বমি-ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় পাঁচ যাত্রী এবং দুই বিমানকর্মীর। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া থেকে বমি এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। আর অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে। এ ছাড়া, বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। গোটা ঘটনাটি এখনও তদন্তাধীন। খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকলে তা কোন খাবার থেকে হয়েছে, সে সবও খতিয়ে দেখা হচ্ছে।