• Breaking News Live: রেডি, স্টেডি… ইতিহাস গড়ার অপেক্ষায় শুভাংশু, তাকিয়ে গোটা দেশ
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • অপেক্ষায় ১৪০ কোটি ভারতবাসী। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্লা মহাকাশে পাড়ি দিচ্ছেন আজ, বুধবার। শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে। আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে চলছে যুদ্ধকালীন তৎপরতা। ‘ফ্যালকন ৯’ রকেটের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

    বুধবার ভারতের জরুরি অবস্থার ৫০ বছর পূর্ণ হলো। বুধবার সকালে এক্সে কংগ্রেসকে নিশানা করে সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    সোমবার নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূলের বিজয় উৎসব শুরু হয়। সেই সময়ে বোমার আঘাতে মায়ের সামনেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর। অভিযোগ ওঠে, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার পর্যন্ত এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় শারিফুল শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করল কালীগঞ্জ থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

    উত্তর-পশ্চিম দিল্লির রিথালা মেট্রো স্টেশনের কাছে প্লাস্টিক ও ফ্যাব্রিক প্রিন্টিংয়ের বহুতল কারখানায় ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু অন্তত তিন জনের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম তিন জন। মঙ্গলবার রাতে আগুন লাগে। নিমেষে বিধ্বংসী হয়ে ওঠে সেই আগুন। দমকলের ১৬টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পরে আগুন আয়ত্তে আনে। ঝলসে যাওয়া তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ওই কারখানায় প্লাস্টিক ও শাড়িতে প্রিন্ট করা হয়। পুলিশ ও দমকল কর্মীদের অনুমান, মৃত ও জখমরা সকলেই ওই কারখানার কর্মী ছিলেন।

    রথযাত্রার আগে বুধবার দিঘার উদ্দেশে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বৃহস্পতিবার দিঘায় যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দিঘাতে গিয়ে সেখানে জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    মঙ্গলবার ইরান-ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হয়নি। এ বার তা না হওয়ায় দুই দেশের উপরেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েলকে যুদ্ধের পথ থেকে সরে আসার জন্য বলেন ট্রাম্প। কিন্তু তার পরেও কোনও কাজ হয়নি। পশ্চিম এশিয়ায় দুই দেশের সংঘর্ষ এ বার কোন দিকে যায় সেটাই দেখার।

    বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (এই সময়)