• আরজিকর: নির্যাতিতার পরিবার যেতে পারে ঘটনাস্থলে
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • এই সময়: লিখিত আবেদন জানালে নিহত চিকিৎসক–পড়ুয়ার পরিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনাস্থলে যাওয়ার অনুমতি পাবে বলে মঙ্গলবার আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করল সিবিআই।

    তার পরেই হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের ইঙ্গিত, নির্যাতিতার পরিবারের আইনজীবী এই মর্মে আবেদন করলে তাতে সাড়া দেওয়া হতে পারে। তার জন্য হাইকোর্টের অনুমতি চেয়ে আর্জি জানাতে বলা হয়েছে তাঁদের।

    এর আগে আর জি করের নির্যাতিতার পরিবার ও আইনজীবী ঘটনাস্থলে যেতে চাইলে সিবিআইয়ের কৌঁসুলি রাজদীপ মজুমদার জানান, তাঁদের কোনও আপত্তি নেই। যদিও রাজ্যের তরফে আইনজীবী অর্ক নাগ দাবি করেন, যদি তদন্ত পুনরায় না হয়, তা হলে ঘটনাস্থল পরিদর্শনের আবেদন গ্রহণযোগ্য হতে পারে না।

    তবে বিচারপতি ঘোষ বলেন, ‘সিবিআইয়ের আপত্তি না–থাকলে আবেদনকারীরা ঘটনাস্থলে যেতেই পারেন। তবে সে ক্ষেত্রে আবেদনকারীদের লিখিত ভাবে আদালতের কাছে আবেদন জানাতে হবে।’

    মঙ্গলবার অন্য একটি মামলায় হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁরই মতামত জানতে চাইল।

    আরজি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ–খুনের পরে তাঁর নাম–পরিচয় প্রকাশ করে দেওয়ায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় এ দিন হাইকোর্ট জানতে চায়, প্রাক্তন সিপি ক্ষমা চেয়ে মামলার নিস্পত্তি চান কি না। আইনজীবী আগামী শুনানিতে তাঁর মতামত জানানোর আশ্বাস দেন।

  • Link to this news (এই সময়)