• সব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রেই ইভি চার্জিং স্টেশন চায় রাজ্য
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • রূপক মজুমদার, বর্ধমান

    রাজ্য সরকারের উদ্যেগে এ বার বাংলার সমস্ত সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ–সহ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইলেকট্রিক ভেহিকল (ইভি) চার্জিং স্টেশন তৈরি করা হবে। রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার পন্থ এই নির্দেশ জারি করেছেন। নোডাল এজেন্সি হিসেবে নিযুক্ত হয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (ডব্লিউবিএসইডিসিএল)।

    বিভিন্ন সরকারি হাসপাতালে আসা ডাক্তার, স্বাস্থ্যকর্মী, এমনকী রোগীর পরিবারের লোকজনও যাতে নিজেদের ইভি যাতে সহজেই চার্জ দিতে পারেন, সেই লক্ষ্যেই এই সেন্টার গড়ে তোলা হচ্ছে।

    প্রাথমিক ভাবে রাজ্যে ৮৫০টি ইভি চার্জিং স্টেশন গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইটিসিএল), পর্যটন দপ্তর ও পুর দপ্তরের জমিতে ১৮৪টি ইভি চার্জিং স্টেশন গড়ার কাজ হয়েছে।

    বাকিগুলি দ্রুত গড়ার জন্য বিভিন্ন দপ্তরকে ফাঁকা জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। সেইমতো ইভি চার্জিং স্টেশন গড়ার জমি বাছতে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু সম্প্রতি চিঠি দেন রাজ্য স্বাস্থ্য দপ্তরে।

    তার পরেই স্বাস্থ্য ভবন থেকে রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ও অধ্যক্ষদের এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের চিঠি দিয়ে ইভি স্টেশন গড়ার জমি চিহ্নিত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

    পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। নির্দেশ মতো জেলার ২৫টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কালনা ও কাটোয়া মহকুমা হাসপাতালে আমরা চিঠি পাঠিয়ে জানতে চেয়েছি, ইভি চার্জিং স্টেশন গড়ার মতো কাদের জায়গা রয়েছে। এই ২৭টি জায়গা থেকে এখনও আমাদের কাছে উত্তর না–এলেও একটি প্রাথমিক আলোচনায় বেশ কয়েকটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল আমাদের জানিয়েছে, তারা জায়গা দিতে পারবে।’

    বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের কাছেও চিঠি এসেছে। এখনও আমরা বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারিনি।’

    স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, একটি ইভি চার্জিং স্টেশন গড়তে মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল বা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের‌ ক্যাম্পাসের মধ্যে ৬০০ বর্গফুট জমি প্রয়োজন। ইভি ঢোকা ও বেরনোর পর্যাপ্ত রাস্তা থাকতে হবে। জায়গাটি বড় রাস্তার সঙ্গে সংযুক্ত থাকতে হবে। ঘটনা হলো, রাজ্য সরকারের কর্মীদের এক-তৃতীয়াংশই স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত।

    স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত বিভিন্ন হাসপাতাল, ভবনে প্রতিদিন যাতায়াত থাকে সরকারি কর্মী, আধিকারিক ও প্রচুর সাধারণ মানুষের। সেই কথা মাথায় রেখেই সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ইভি চার্জিং স্টেশন তৈরি করা হচ্ছে— এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

  • Link to this news (এই সময়)