বিনামূল্যে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হল রোগী। প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তুললেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি উইংস অনাময় হাসপাতালের চিকিৎসকেরা।
জানা গিয়েছে, বীরভূমের বাসিন্দা সুমিত্রা ডোম (২৬)। গত কয়েকবছর ধরে তার শরীরের কোমরের নীচের অংশ সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছিল। স্বাভাবিক হাঁটাচলা এমনকি মলমূত্র ত্যাগ করার ক্ষেত্রেও তার সমস্যা দেখা দিয়েছিল। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পারেন, তাঁর শরীরের শিরদাঁড়া বা স্পাইনাল কর্ডে একটি সিস্ট ধরা পড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সিস্ট কেটে বাদ দিতে হবে।
চিকিৎসকেরা জানান, ‘‘বর্ধমান হাসপাতালে এই ধরনের অস্ত্রপচার আগে কখনও হয়নি। অনাময় হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রথমবার এই অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে রোগীকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া হয়েছে।”
চিকিৎসক সিরাজুল ইসলাম চৌধুরী জানান, ‘‘অনাময় হাসপাতালে এত দিন নিউরো বিভাগের আউটডোর চালু রয়েছে। এটাই প্রথম নিউরো সার্জারি বা অস্ত্রোপচার করা হল। এই অস্ত্রোপচার সফল হয়েছে। রোগী সুস্থভাবে হাঁটাচলা করতে পারছেন।’’