• বিহারের যুবককে লজে আটকে লক্ষ টাকা দাবি, কলকাতা পুলিশের এক গাড়িচালক-সহ গ্রেফতার চার!
    আনন্দবাজার | ২৫ জুন ২০২৫
  • অপহরণে জড়িত পুলিশেরই ঘনিষ্ঠ! বিহারের এক যুবককে অপহরণের ঘটনার তদন্তে নেমে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার কলকাতা পুলিশের এক গাড়িচালক-সহ চার জন। উদ্ধার করা হয়েছে অপহৃতকেও।

    পুলিশ সূত্রে খবর, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অমৃত রাজকে অপহরণ করে আটকে রাখা হয় কলকাতার একটি লজে। এক লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল তাঁর পরিবারের কাছে। অভিযোগের ভিত্তিতে গোলাবাড়ি থানা তদন্ত শুরু করে। তাতে চার অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের নাম বিমলেশ কুমার, মঞ্জুর এম, জইরুল রহমত এবং দীপজয় বন্দ্যোপাধ্যায়। ধৃত দীপজয় তদন্তকারীদের জানিয়েছেন, তিনি কলকাতা পুলিশের ‘ইনফর্মার’ হিসাবে কাজ করেন। তা ছাড়া পুলিশের গাড়ি চালান।

    তদন্তে উঠে এসেছে, বিহারে একটি অনলাইন জিনিসপত্র কেনাবেচার ফ্র্যাঞ্চাইজ়ি রয়েছে বেগুসরাইয়ের বাসিন্দা অমৃতের। ২৬ বছরের যুবকের দাদার পরিচিত বিমলেশ কুমার নামে এক ব্যবসায়ী এই অপহরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত। তিনিই অমৃতকে ডেকে পাঠিয়েছিলেন কলকাতায়। এক বড় ব্যবসায়ী তথা বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার নাম করে গত রবিবার দুই পরিচিত এবং অমৃতকে নিয়ে তিনি যান হাওড়া। প্রথমে গোলাবাড়ি থানা এলাকার একটি হোটেলে ওঠেন তাঁরা। ওই হোটেলে একটি ঘর ‘বুক’ করে রেখেছিলেন বিমলেশ। পরের দিন দুপুরে বিমলেশ অমৃতকে নিয়ে ‘চেক আউট’ করেন। সিসিটিভিতে সেই প্রমাণ মিলেছে।

    পুলিশ সূত্রে খবর, এর পর অমৃতকে নিয়ে কলকাতার একটি পানশালায় যান বিমলেশ। সেখানে মদ্যপানের পরে একটি লজে নিয়ে যাওয়া হয় বিহারের যুবককে। ওই লজের ঘরটি ভাড়া করেছিলেন দীপজয়। অভিযোগ, সেখানে অমৃতের সঙ্গে কথা কাটাকাটি হয় বাকিদের। তার পরেই বিহারের বাসিন্দাকে আটকে রেখে চলে মারধর। তাঁর পরিচিতদের ফোন করে বলা হয়, এক লক্ষ টাকা দিলে তবেই ‘মুক্তি’ দেওয়া হবে অমৃতকে।

    হাওড়া সিটি পুলিশের ডিসিপি (উত্তর) বিশপ সরকার বলেন, ‘‘অমৃতের বন্ধুরা দীর্ঘ ক্ষণ ধরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাঁরা ছিলেন হাওড়া স্টেশন চত্বরে। তাঁদের এক জনকেই ফোন করে বিমলেশ জানান যে, অমৃতকে অপহরণ করা হয়েছে। বাড়ির লোকের কাছ থেকে এক লক্ষ টাকা জোগাড় করে তাঁদের দিতে হবে।’’ তিনি আরও জানান, রাত ১২টা নাগাদ গোলাবাড়ি থানার পুলিশ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে। পুলিশের তৎপরতায় ভোররাতে উদ্ধার হন অমৃত। গ্রেফতার করা হয়েছে চার জনকে। ধৃতদের হাওড়া আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)