• ‘প্রমাণ ছাড়া কুকথা’! শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল সাংসদ সামিরুল
    আনন্দবাজার | ২৫ জুন ২০২৫
  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তাঁর অভিযোগ, প্রমাণ ছাড়া তাঁর নামে কুকথা বলছেন বিজেপি বিধায়ক শুভেন্দু। সভায় ব্যক্তি আক্রমণ করেছেন। ক্ষমা না চাইলে শুভেন্দুর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সামিরুল।

    মঙ্গলবার শুভেন্দুকে আইনি নোটিস পাঠিয়েছেন সামিরুলের আইনজীবী। তাতে জানিয়েছেন, সামিরুল রাজ্যসভার সাংসদ। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ় কলেজের রসায়নের অধ্যাপক তিনি। সমাজসেবার কাজও করেন। সামিরুলের আইনজীবীর অভিযোগ, প্রমাণ ছাড়াই সামিরুলের নামে কুকথা বলছেন শুভেন্দু। পরিকল্পিত ভাবে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। সামিরুলের আইনজীবী জানিয়েছেন, শুভেন্দু যে ভিডিয়ো পোস্ট করেছেন, তা ডিলিট করতে হবে। এ ধরনের ভিডিয়ো আর তৈরি করা যাবে না। সেই সঙ্গে তাঁর মক্কেলের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

    সম্প্রতি শুভেন্দু সমাজমাধ্যমে দু’টি ভিডিয়ো পোস্ট করেছেন। অভিযোগ, সেখানে সামিরুলের নামে কুৎসা করা হয়েছে। জনসভাতেও সামিরুলের নামে তিনি কুৎসা করেছেন বলে অভিযোগ। সেই নিয়ে এ বার শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন সামিরুল।
  • Link to this news (আনন্দবাজার)