এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে দৌলতপুর ঘরামি পাড়ায়। মৃতার নাম আসিয়া বিবি (২৫)। পরিজনদের অভিযোগ, আসিয়াকে বিষ খাইয়ে খুন করেছেন তাঁর স্বামী ও শাশুড়ি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে আসিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঘরামি পাড়ার বাসিন্দা আকিল ঘরামির। দু’জনে পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর থেকে ওই দম্পতির মধ্যে অশান্তির সূত্রপাত। আসিয়ার এক আত্মীয় রেশমা বিবির অভিযোগ, ওই তরুণীর উপরে তাঁর শ্বশুরবাড়ির লোকজন, বিশেষত স্বামী ও শাশুড়ি অত্যাচার করতেন। সোমবার রাতে তরুণীর পরিবারের লোকজনকে শ্বশুরবাড়িতে ডাকা হয় বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য। অভিযোগ, দু’পক্ষের আলোচনা চলাকালীন আসিয়ার বাবাকে অপমান করে বার করে দেওয়া হয়। রাতে আসিয়ার পরিজনেরা খবর পান, ওই তরুণী শ্বশুরবাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। তাঁরা তড়িঘড়ি এসে আসিয়াকে এসএসকেএমে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।
এই ঘটনা জানাজানি হতেই ঘরামি পাড়ায় উত্তেজনা ছড়ায়। মহেশতলা থানার পুলিশ এসে আসিয়ার স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে যাওয়ার সময়ে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ চলে।