আজকাল ওয়েবডেস্ক: মেয়েকে গালিগালাজ করার প্রতিবাদ করায় শাশুড়িকে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত গজধরপাড়া এলাকায়। রক্তাক্ত অবস্থায় মানোয়ারা বিবি নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাই সুরজ শেখ পলাতক। তার সন্ধানে বহরমপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে মানোয়ারা বিবির মেয়ের সঙ্গে সুরজ শেখের ভালোবাসা করে বিয়ে হয়। সুরজ ভাল কোনও কাজ না করার জন্য আর্থিক সঙ্কটের কারণে সে শাশুড়ি মনোয়ারা বিবির বাড়িতেই ঘরজামাই হিসেবে থাকত।
ওয়াসিম শেখ নামে মৃতের এক প্রতিবেশী বলেন, 'রবিবার সন্ধ্যা থেকে কোনও একটি বিষয় নিয়ে সুরজের সঙ্গে তার স্ত্রীর গন্ডগোল চলছিল। সেই সময় স্ত্রীকে প্রচন্ড মারধর এবং গালিগালাজ করে সুরজ। রাত বাড়ার সঙ্গে তাদের গন্ডগোল বাড়তে থাকে।' ওই ব্যক্তি বলেন, গোটা ঘটনাটি দেখতে পেয়ে মানোয়ারাবিবি নিজের ঘর থেকে বেরিয়ে এসে সুরজকে বকাবকি করেন। এর কিছুক্ষণের মধ্যেই সুরজ দৌড়ে রান্নাঘরে চলে যায় এবং সেখানে রাখা একটি হাঁসুয়া নিয়ে এসে শাশুড়িকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মানোয়ারা বিবি বাড়ির উঠানে পড়ে গেলে সুরজ এলাকা থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর মনোয়ারার প্রতিবেশীরা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা মনোয়ারাকে মৃত বলে ঘোষণা করেন।