জলমগ্ন ঘাটাল ইস্যুতে সাহায্য চেয়ে মোদিকে চিঠি হিরণের
প্রতিদিন | ২৫ জুন ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার শুরুতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। ঘাটালের মানুষ প্রবল সমস্যায়। তা নিয়ে ইতিমধ্যেই সাংসদ দেবকে নিশানা করেছে বিজেপি। এবার সুরাহা চেয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
ভরা বর্ষার মরশুমে ঘাটাল-সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় আমজনতা। প্রশ্ন উঠছে, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ তো শুরু হয়েছে। কিন্তু কতটা এগোল সেই কাজ? কতদিনই বা আর এই জলযন্ত্রণা সইতে হবে? এনিয়ে ঘাটালে তৃণমূল-বিজেপি চাপানউতোরও শুরু হয়েছে। সম্প্রতি তারকা সাংসদ দেব ফেসবুক পোস্টে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, কেন্দ্রের অসহযোগিতার কারণেই ভুগতে হচ্ছে ঘাটালের মানুষকে। এই পরিস্থিতিতে সাহায্য চেয়ে মোদিকে চিঠি লিখলেন বিধায়ক হিরণ। জানালেন, ঘাটাল পুরোপুরি জলমগ্ন। ন্যূনতম ত্রাণসামগ্রীও সাধারণ মানুষ পাচ্ছে না বলে চিঠিতে হিরণ জানিয়েছেন বলেই খবর।
প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভায় ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ঘাটাল মাস্টার প্ল্যান করার কথা অনেক আগে। তা তো করেইনি। আমরাই কাজ শুরু করেছি। ১৫০০ কোটি টাকা খরচ হবে। দু থেকে তিন বছর সময় লাগবে। মানসদা তো কেলেঘাই-কপালেশ্বরী প্রকল্পের জন্য ২০ বার চিৎকার করেছেন। তাও ওরা করে দেয়নি। আমরাই সেই কাজ করেছি। এখন ঘাটালও করছি। এতে মেদিনীপুরের মানুষের ভালো হবে। বর্ষার সময় আর জলে ভাসতে হবে না। কাজ এগোচ্ছে।”