ভুলবশত মেট্রোর অ্যালার্ম বাজিয়ে দেন এক যাত্রী। যে কারণে মেট্রোয় সাময়িক বিপত্তি। জরুরি ভিত্তিতে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। ঘটনাটি ঘটে বুধবার সকালে। অফিস টাইমে মেট্রো সার্ভিসে বিপত্তি ঘটায় সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের।
কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানলানে, দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো ৯.৫০ নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে ঢুকতেই কোনও এক যাত্রী এমার্জেন্সি অ্যালার্ম বাটন প্রেস করেন। ড্রাইভারের কাছে সতর্কবার্তা যায়। স্বাভাবিকভাবেই, প্রোটোকল অনুযায়ী ট্রেন থামিয়ে দেয় হয়। কোনও যাত্রী ভুল করে এই কাজ করেছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
৭-৮ মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বিষয়টি খতিয়ে দেখার পর ট্রেন চালু করা হয়। ফের কালীঘাট স্টেশনে একই ঘটনা ঘটে। সেখানেও ট্রেনটিকে দাঁড় করিয়ে দিতে হয়। কেন অ্যালার্ম বাটন প্রেস করা হলো সেটা খতিয়ে দেখার পর ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশনের উদ্দেশে রওনা দেয়। দুটি স্টেশনে ট্রেনটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাওয়ার কারণে আপ লাইনে মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। তবে, ডাউন লাইনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়নি বলেই জানিয়েছে মেট্রো।