• ঝালদার অদূরে কাকভোরে বাঘ ঢুকল ঘরে, জ়িনাতের সঙ্গী নাকি?
    এই সময় | ২৫ জুন ২০২৫
  • বুধবার ভোর তখন প্রায় সাড়ে ৪টে। দিনের আলো ফুটে গিয়েছে। হঠাৎই গৃহকর্তা দেখেন, ঘরের ভিতর গুটি গুটি পায়ে ডোরাকাটার প্রবেশ! উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গৃহকর্তা ঘর থেকে বেরিয়ে আসেন। এর পরেই বাইরে থেকে দরজা আটকে দেন। খবর ছড়ায় গোটা এলাকায়—‘গ্রামে বাঘ পড়েছে…!’

    আবারও ঝালদা রেঞ্জের অদূরে বাঘের আতঙ্ক। এ বার একেবারে ঘরে ঢুকে পড়েছে সে। এ দিন ভোরে ঝালদা রেঞ্জের সীমানা থেকে কিছুটা দূরে ঝাড়খণ্ডের রাঁচি বনবিভাগের সিলি রেঞ্জের মাড়দু গ্রামে বাঘ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। অনেকের প্রশ্ন, এই বাঘ জ়িনাতের সঙ্গী নয়তো? বাঘিনি জ়িনাত ডিসেম্বর মাসে ওডিশার সিমলিপাল থেকে বাংলায় ঢুকে পড়েছিল। তাকে কাবু করতে নাকানিচোবানি খেতে হয়েছিল বন দপ্তরের কর্মীদের। বাঘ যে ওই এলাকায় ঢুকে পড়েছে, তা নিশ্চিত করেছেন এ রাজ্যের বন বিভাগের কর্তারা।

    যে হেতু ঝাড়খণ্ডের একেবারে সীমানাবর্তী এলাকা ঝালদা। এ রাজ্যের বনকর্মীরাও নড়েচড়ে বসেছেন। পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘বাঘ ঢুকেছে বলে আমরাও জানতে পেরেছি। ওখানে রাঁচির বন বিভাগের কর্মীরা আছেন। বাঘ না বাঘিনি তা এখনও পরিষ্কার নয়। ট্র্যাঙ্কুলাইজেশন করার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে।’

    ইতিমধ্যেই পালামৌ ও রাঁচি থেকে বনদপ্তরের টিমও পৌঁছে গিয়েছে। যে ঘরে তালাবন্দি করা রয়েছে বাঘটি, দরজার সামনে খাঁচা পাতা হয়েছে। যাতে দরজা খুললেই, বাঘ বেরোনোর চেষ্টা করতেই সোজা গিয়ে ঢোকে খাঁচায়।

  • Link to this news (এই সময়)