• বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, দাউদাউ করে জ্বলে গেল শববাহী গাড়ি, বৈদ্যবাটিতে ভয়ঙ্কর কাণ্ড...
    আজকাল | ২৫ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শববাহী গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে বৈদ্যবাটিতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা।

    জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের চারাবাগান এলাকায়। গতকাল রাত একটা নাগাদ হঠাৎই টায়ার ফাটার শব্দ পেয়ে এলাকাবাসী বাইরে বেরিয়ে দেখেন শববাহী গাড়িতে আগুন জ্বলছে। স্থানীয়রা দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। 

    স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর আগে চাঁপদানি বিধানসভার তৎকালীন বিধায়ক আব্দুল মান্নান বিধায়ক তহবিল থেকে এই গাড়িটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য দিয়েছিলেন। তারপর থেকে চারাবাগান এলাকায় নির্দিষ্ট একটি ক্লাবের পাশে গ্যারেজের মধ্যে এই গাড়িটি রাখা থাকতো। স্থানীয়দের অভিযোগ কেউ বা কারা উদ্দেশ্য নিয়েই গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। 

    প্রথমে গাড়ির পেছন চাকায় আগুন লাগানোর চেষ্টা করা হয়, তারপরে গাড়ির সামনে আগুন লাগানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ আসে। আজ নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে বলে জানান এলাকাবাসী।

    বৈদ্যবাটির স্থানীয় কাউন্সিলর হরিপদ পাল বলেন, 'মানুষের কাজে ব্যবহারের শববাহী গাড়ি পুড়িয়ে দেওয়া জঘন্য অপরাধ। যারা এটা করেছে তারা মানুষ না।' স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, 'এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক।' ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)