পরিবারের অমতে অন্য ধর্মের যুবককে বিয়ে, কৃষ্ণগঞ্জে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার...
আজকাল | ২৫ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরিবারে অমতে বাড়ি থেকে পালিয়ে এক মুসলিম যুবকের সঙ্গে বিয়ে করেছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের এক প্রথম বর্ষের ছাত্রী। এই আচরণে ক্ষুব্ধ হয়ে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। হতবাক কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ার বাসিন্দারা।
জানা গিয়েছে, এলাকারই বাসিন্দা প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রী সম্প্রতি এক মুসলিম যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হিন্দু পরিবারের কন্যা হয়েও অন্য ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক গড়ায় তাঁর পরিবার চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। এর আগেও ওই তরুণীকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু সে পুনরায় পালিয়ে যায়। এই ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে ‘জীবিত’ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করা হয়—এক চরম সম্পর্কবিচ্ছেদের প্রতীক।
তরুণীর কাকা জানিয়েছেন, পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী তাঁর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়েছে। বাবা কর্মসূত্রে ইজরায়েলে থাকায় দেশে ফিরতে পারেননি, তবে অসুস্থতার মধ্যেও মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবারের দাবি, “মেয়ে আমাদের ভালবাসা আর সম্মান কিছুই বোঝেনি, আজ থেকে সে আমাদের মেয়ে নয়।”
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তরুণীর সব ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তাঁর স্মৃতিচিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন যে, তাদের মেয়ে কাছে আজ থেকে মৃত। এই ঘটনা সমাজে ধর্ম ও পারিবারিক মান-অভিমান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।