বারোশোর বেশি ভোটারের থাকলেই ভাঙতে হবে বুথ, হুগলিতে ভোটগ্রহণ কেন্দ্র বাড়ছে ৫৬৩টি...
আজকাল | ২৫ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভোটগ্রহণ কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের গাইডলাইন মানতে সর্বদলীয় বৈঠক হল হুগলি জেলাশাসক দপ্তরে।
আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বুধবার হুগলি জেলাশাসক দপ্তরের সভাঘরে সর্বদলীয় বৈঠক আয়োজিত হয়। জেলাশাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্য, চারটি মহাকুমার মহকুমাশাসক, ওসি ইলেকশন এবং ১৮টি বিধানসভার ইআরও-রা উপস্থিত ছিলেন। তৃণমূল, বিজেপি-সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তৃণমূলের বিকাশ রায় জানান, নির্বাচন কমিশনের একটা গাইডলাইন এসেছে যাতে বলা হয়েছে, বারোশোর বেশি ভোটার যে বুথে আছে সেই বুথে ভোটার কমাতে হবে। বারোশোর কম ভোটার আছে এমন বুথগুলিতে বেশি ভোটারের বুথ থেকে কমিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হবে। যাকে রি-অরগানাইজ বলা হচ্ছে। এমন বুথের সংখ্যা ৭৯টি।
হুগলি জেলায় ১৮টি বিধানসভা কেন্দ্রে মোট ৫২৩৭ টি ভোটগ্রহণ কেন্দ্র ছিল। ৫৬৩টি বেড়ে মোট ৫৮০০টি হবে এবার। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।
বিজেপির সুরেশ সাউ বলেন, “আমাদের অনেক দিনের দাবি ছিল বারোশোর বেশি ভোটার আছে যেসব বুথে সেগুলিকে ভেঙে দু’টি বুথ করা হোক। আজকে জেলাশাসক বৈঠক ডেকেছিলেন। যেসব বুথে বারোশোর বেশি ভোটার আছে সেগুলিকে ভাঙার কথা বলা হয়েছে।“