• কলকাতায় দুর্ঘটনা, ঘাতক ট্রাক পিষে দিল বাইক চালককে
    আজকাল | ২৫ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা।  বাঘাযতীনে বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি। নিহত বাইক চালকের দেহ চেনাই দায়, রাস্তায় পড়ে শুধু দেহাংশ।

    রাত পৌনে এগারোটা নাগাত, বাঘাযতীন মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন সফর করছিলেন। আচমকাই তাঁকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়েছে, যে বাইক চালককে চেনাই যাচ্ছে না। রাস্তায় পড়ে রয়েছে শুধুই দেহাংশ। এবং সেই দেহাংশ চাদরে করে যাদবপুর থানার পুলিশ নিয়ে গিয়েছে।

    বাইকটিকে উদ্ধার করা হয়েছে। বাইকের নম্বার প্লেট ধরে চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঘাতক লরির চালক ইতিমধ্যেই পলাতক। ঘটনাস্থলে প্রচুর মানুষ উপস্থিত হয়। তাঁদের অভিযোগ অহরহ এই জায়গায় বেপরোয়া গতিতে গাড়ি চলাফেরা করে।

    ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এসে দেহটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতের দিকে শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এই মৃত্যু ফের একবার রাতের শহরের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
  • Link to this news (আজকাল)