• যোধপুর পার্কে তরুণীর রহস্যমৃত্যু, তদন্ত শুরু করল পুলিশ
    আজকাল | ২৫ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ যোধপুর পার্কে তরুণীর রহস্যমৃত্যু। আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ।

    জানা গেছে মৃত তরুণী শেখ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের সাইকোলজির ছাত্রী ছিলেন। থাকতেন কলকাতায়। যোধপুর পার্ক এলাকার আবাসনে দিদির সঙ্গে পেইং গেস্ট হিসেবে থাকতেন তিনি। সূত্রের খবর, বুধবার সকালে বিকট শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা। বাইরে বেরিয়েই দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই তরুণী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় থানায়। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।

    কেন এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। সম্পর্কের টানাপড়েন না অন্য কোনও সমস্যা?‌ খতিয়ে দেখছে পুলিশ। একটি সূত্র জানিয়েছে, ওই তরুণীর কিছু মানসিক সমস্যা ছিল। তার জেরেই এই ঘটনা কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

  • Link to this news (আজকাল)