জঙ্গল থেকে হঠাৎই ঘরে ঢুকল ডোরাকাটা প্রাণী! ব্যাপক চাঞ্চল্য, অকুস্থলে বনদপ্তর
বর্তমান | ২৫ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জঙ্গল থেকে আচমকাই ঘরে ঢুকে পড়ল একটি প্রাণী। গায়ে আবার ডোরাকাটা দাগ! এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল ঝাড়খণ্ডের রাঁচি বনবিভাগের সিলি রেঞ্জের মাড়দু গ্রামে। জানা গিয়েছে, এই গ্রামটি ঝালদা বনাঞ্চলের সীমানা থেকে ঢিল ছোঁড়া দূরেই অবস্থিত। এদিনের ঘটনায় ওই বাড়ির মালিক পুরন্দর মাহাত উপস্থিত বুদ্ধির পরিচয় দেন। প্রাণীটি ঘরে ঢুকেছে বুঝতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে ওই ঘরটি তালাবন্ধ করে দেন। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন বন দপ্তরের আধিকারিকরা। ঝালদা-সহ পুরুলিয়া বনবিভাগের কয়েকটি বনাঞ্চল থেকেও বনকর্মীরা ওই গ্রামে যান। বনদপ্তরের অনুমান, প্রাণীটি সম্ভবত চিতাবাঘ। ইতিমধ্যেই রাঁচি থেকে উদ্ধারকারী দল এসে প্রাণীটিকে উদ্ধার করার তোড়জোড় শুরু করেছে।