• ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আজ কি শহরে বৃষ্টি হবে?
    বর্তমান | ২৫ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকালে আকাশে রোদ-মেঘের খেলা। আজ, বুধবার বেলার দিকে কলকাতার বেশ কিছু এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি (+১.৪)। বৃষ্টিপাত হয়নি। দক্ষিণ ঝাড়খণ্ড ও লাগোয়া এলাকার উপর মঙ্গলবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কেমন হবে, তা নির্ভর করবে এটির গতিপ্রকৃতির উপর নির্ভর। আবহাওয়াবিদরা ঘূর্ণাবর্তটির গতিপ্রকৃতির উপর নজর রাখছেন।আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষা মরশুমে ঘূর্ণাবর্ত-নিম্নচাপের প্রকৃতির খুব দ্রুত পরিবর্তন হয়। বর্ষার স্রোতের উপর এটা নির্ভর করে। ঘূর্ণবর্তটির একটা অংশ আপাতত বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। আগামী শুক্রবার রথযাত্রার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে। আজ, বুধবার ও আগামী কাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি   জেলার কিছু স্থানের জন্য থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলি হল—হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কিছু অংশের জন্য। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে শনি ও রবিবারের জন্য। 
  • Link to this news (বর্তমান)