পয়লা জুলাই সরকারি কর্মীদের ‘হাফ’ ছুটি, ঘোষণা নবান্নের
প্রতিদিন | ২৫ জুন ২০২৫
নব্যেন্দু হাজরা: রাজ্য় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ১ জুলাই, চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটির ঘোষণা নবান্নের। যদিও রাজ্য সরকারের দুই দপ্তরের কর্মীরা এই ছুটি পাবেন না।
১ জুলাই স্বনামধন্য চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। দেশজুড়ে ওই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের ‘হাফ ছুটি’র ঘোষণা। ওই দিন দুপুর দু’টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস। যদিও কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস খোলা থাকবে।